আমার স্বপ্ন
আমার স্বপ্ন
আমি বিলাসিতার নবাব হতে আসি নি ধরাতে।
এসেছি সত্যের ঝান্ডা অত্যাচারী থেকে কেড়ে নিতে।
যা বহু দিন উড়ে নি, মিথ্যার শিকলে বাধা ছিল অন্ধকারে।
আমি এসেছি ভয় থেকে, এক নির্ভিক চেতনার তাইফুন আকারে।
আমার নির্ভিক চিত্ত অসীম গতিতে ধেয়ে চলে দেশান্তরে।
আমি মৃত্যুকে করি না ভয়,মৃত্যুকে রাখি অন্তরে অন্তরে।
আমি এসেছি আবরারের অত্যাচারের নীল মাংস পিন্ড থেকে।
আমি এসেছি রাজনের মৃত্যুময় জল পিপাসা থেকে।
এসেছি খাদিজা, তনু,অগনিত ধর্ষিতা বোনের আহাজারি থেকে।
এসেছি নজরুলের বিদ্রোহী কবিতা থেকে।
আমি ভাঙতে এসেছি,গড়তে এসেছি,আমি মহাকাল ফনী।
আমি রুপকথার জালের মত জড়িয়ে ধরি রাজা টাজা, এমন কি ধরনী।
সত্য কে যে হত্যা করে অত্যাচারী খাড়ায়।
নেই কি রে কেউ সত্য সাধক বুক ফুলিয়ে দাড়ায়।
আমি সেই মহামানবের মহা উক্তি থেকে,সত্যের আলো মেখে, সত্যের ছবি আকবই।
আমার নির্ভিক চিত্তের, নিরন্তর সুভাসে সত্যের গান গাইবই।
No comments