বাংলার রুপ
"বাংলার রুপ"
মো.ইনামুল হক (নবম ব্যাচ)
Student Id: B201914026
আমি বাংলার কবি
আমি জন্মেছি বাংলায়,
বাংলার রুপ দেখিয়াছি আমি
বিনম্র শ্যামল ছায়ায়।
আমি বাংলার রুপ দেখিয়াছি
সহস্র তাজা প্রাণে,
দেখিয়াছি রুপ অনুভবে আমি
শত পল্লী বাংলা গানে।
দেখিয়াছি রুপ
অঘ্রায়নের মিষ্টি ধানের গন্ধে,
বাংলার রুপ দেখিয়াছি আমি
পাহাড়ি নৃত্যের ছন্দে।
বাংলার রুপ দেখিয়াছি আমি
আমার মায়ের বদনে,
দেখিয়াছি রুপ
মুক্তিযোদ্ধা হাজারো বীরের নয়নে।
দেখিয়াছি রুপ
চর্যাপদের অক্ষর গুলোর মাঝে,
বাংলার রুপ দেখিয়াছি আমি
পাখি ঘরে ফেরা সাঁঝে।
দেখিয়াছি বাংলার রুপ
পদ্মা মেঘনা যমুনায়,
দেখিয়াছি রুপ
শত নদীর মিলন মহনায়।
বাংলার রুপ দেখিয়াছি আমি
কৃষকের হাসি মুখে,
দেখিয়াছি বাংলার রুপ
খেটে খাওয়া মানুষের সুখে।
বাংলার রুপ দেখিয়াছি আমি
গ্রীষ্মের ঝড়ো বাতাসেতে,
দেখিয়াছি রুপ
বর্ষায় ঝরা অঝোর বারি ধারাতে।
বাংলার রুপ দেখিয়াছি আমি
শরৎ এর কাশফুলে,
দেখিয়াছি বাংলার রুপ
হেমন্তে নবান্নের আদলে।
দেখিয়াছি বাংলার রুপ
শীতে কুয়াশার চাদরের ফাঁকে,
দেখয়াছি রুপ
বসন্তের ককিলের কুহু ডাকে।
আমি বাংলার রুপ দেখিয়াছি
আর কোন রুপ দেখিবারে নাহি চায়,
আমি আমার সত্ত্বাকে
চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
No comments