জীবনের হিসাব
কবিতাঃ জীবনের হিসাব
নামঃ ফারজানা আলম পিয়া
৭ম ব্যাচ
কে ভালবাসলো, কে ভালবাসলো না?
কে কথা রাখলো, কে কথা রাখলো না?
কে শেষবারের মতোন হাতটা আকঁড়ে ধরে রাখতে চাইলো,
কে ইচ্ছে করেই ছেড়ে দিলো?
সেসব হিসাব এখন আর রাখা হয় না,
খতিয়ানের খাতায় দুপাশে কাটাকাটি করে, শেষ লাইন মিলিয়ে রাখা হয়েছে অনেক আগেই।
কিছুটা ভালবাসা আমার পাওনা,
আর কিছুটা কষ্টও আমাকে পেতে হবে।
কিছুটা ক্ষমা আমার পাওনা,
আর কিছুটা প্রতারণাও আমাকে পেতে হবে।
কিছু ফুল আমার পাওনা,
আর কিছুটা কাটাও আমাকে পেতে হবে।
এই তো জীবন।
No comments