সুখের স্বাধীনতা
কিছু অধিকার চাপা থাকে না,
কিছু অধিকার গোপন থাকে না,
কিছু প্রতিবাদ গোপন রাখা যায় না,
নিরবতার শিকল ভেঙ্গে বেরিয়ে আসে।
সূর্যোদয় যদি স্বাধীন না হয়,
সূর্যাস্ত যদি পরাধীন হয়,
ভাষা যদি চাপিয়ে দেয়ার বস্তু হয়,
তবে যুদ্ধই বোধয় শ্রেয় উপায়।
একটু মন খুলে কথা বলতে চাওয়া,
একটু স্বাধীনভাবে হাঁটাচলা,
শোষন নেই, বঞ্চনা নেই,
আমার মাটিতে আমার বিচরণ,
এমন প্রশান্তি যাদের নেই,
তাদের কাছে যুদ্ধই বোধয় শ্রেয় উপায়।
বুকের উপর তাক করে বুলেট ছোঁড়া,
বিদেশী কামানের বর্বরতা,
সাধারণ মানুষের জীবন যাত্রা,
সবকিছু মেনে নিতে হয়েছিলো
এক টুকরো স্বাধীনতার জন্য।
কিসের শোষন, কিসের মৃত্যু,
আমার দেশ আমার কেন্দ্রবিন্দু।
আসুক যতো ঝড়-ঝঞ্ঝা,
সামলে নেবো সকাল সন্ধা।
স্বাধীনতা এমনই সুখ,
লড়ে যাবো বহুযুগ।
***
লিখেছেন ঃ মোঃ রাব্বি ইসলাম
৯ম ব্যাচ
ডিপার্টমেন্টঃ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং
ID : B201913011
***
No comments