বিপ্লব জিন্দাবাদ
আমি এক দুর্ভাগা,
এর আগে আমাদের দেখা হয়েছে বহুবার।
চে গুয়েভারার বিপ্লবী ডাকে নয়তো ক্ষুদিরামের মঞ্চে।
সদ্য ফোটা গোলাপ নয়, রংচটা মেশিন গান হাতে,
কাপুরুষোচিত প্রেমবাক্যে নয়,রক্ত গরম স্লোগানে।
ফেমিনিস্ট আর ফেমিনিজম আমাকে শত্রুর বুলেটের মত আঘাত করতো।
তারপর একদিন রাইফেল ছেড়ে হাতে তুলে নিলাম গোলাপ,
হয়ে গেলাম বিপ্লবী থেকে প্রেমিক।
কাপুরুষ,ভেতো, বাঙালি প্রেমিক।
সমাজ ও আমাকে দিলো বাহবা।
ক্ষুদিরামদের ডাক এখন আর পৌছায় না আমার কানে।
অতঃপর প্রেমে মজে থাকা বাঙালিদের ভিড়ে মিশে আমিও ভুলে যাই আমার দেশ এখনো পরাধীন।
***
লিখেছেন ঃ মো জুবাইর শেখ
১০ম ব্যাচ
ডিপার্টমেন্ট ঃ ফেব্রিক ইঞ্জিনিয়ারিং
***
No comments