সুপ্রিয় সার্স্টেশিয়ান,
আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। সুঁই-সুতার পুরাতন কমিটির মেয়াদ ডিসেম্বর-২০২০ এ শেষ হয়ে যাবে। সুতরাং ৭ম, ৮ম ও ৯ম ব্যাচ থেকে নতুন কমিটির জন্য আপনাদের আবেদন করতে হবে। যে যে বিভাগে আবেদন করা যাবেঃ
১)সম্পাদনা সহযোগী
২)কলামিস্ট
৩)শিল্পবিভাগ
৪)তথ্য প্রযুক্তি
৫)অর্থ বিভাগ
৬)আলোকচিত্র বিভাগ
উপরোক্ত বিষয়ের যেকোনো ৩ টি পছন্দ অনুযায়ী মেইলের বডিতে লিখে নিজের পূর্ণ নাম বাংলায় ও Sarstec ব্যাচ উল্লেখপূর্বক আবেদন করতে হবে।
আমাদের মেইল এড্রেসঃ suisuta.sarstec@gmail.com
আমাদের ওয়েবসাইটঃ
www.suisutasarstec.com
মেইল পাঠানোর শেষ সময়ঃ
৩১/১২/২০২০, রাত ১১ঃ৫৯ মি
কারো মেইল পাঠাতে সমস্যা হলে, আমাদের পেজের ইনবক্সেও আপনার পছন্দের বিভাগ, আপনার পুরো নাম বাংলায় ও ব্যাচ লিখে মেসেজ করুন।
১০ম ব্যাচ থেকে যে কেউ আবেদন করতে পারবে। যেহেতু ১০ম ব্যাচ সদস্য ফরম নেওয়ার সুযোগ পায়নি। পরবর্তীতে আমাদের নিকট থেকে সদস্য ফরম সংগ্রহ করে নিতে পারবে।
সুঁই-সুতা সংগঠনের কার্যক্রম চালু রাখা ও ত্বরান্বিত করার লক্ষ্যে এর নতুন কমিটি গঠন করা অতীব জরুরী। সবার জন্য শুভ কামনা রইলো।ধন্যবাদ।
Harrah's Cherokee Casinos & Racetracks - MapYR
ReplyDeleteFind your way around the casino, find where everything is located with these 공주 출장샵 helpful guide. 속초 출장샵 Harrah's Cherokee Casino Resort 안산 출장안마 - Cherokee, NC 용인 출장마사지 28906. Rating: 안성 출장안마 3.7 · 1 vote