সত্য-মিথ্যা
অনেক খুঁজেছি তোমাকে, জানো?
এই শহরের প্রস্তরে প্রস্তরে।
রাজপথের পদচিহ্ন গুলোতে।
অনেক খুঁজেছি তোমাকে, জানো?
এই শহরের চায়ের দোকানগুলোতে।
ফেরিওয়ালার রেশমি চুড়ির ঝুলিতে।
ফেরিওয়ালার রেশমি চুড়ির ঝুলিতে।
অনেক খুঁজেছি তোমাকে, জানো?
লাইব্রেরির বইয়ের পাতায় পাতায়।
সংবাদপত্রের কলামে কলামে।
সংবাদপত্রের কলামে কলামে।
অনেক খুঁজেছি তোমাকে, জানো?
খুঁজেছি শাহবাগের মোড়ে, দোয়েল চত্বরে,
কিংবা কার্জনের পুকুরপাড়ে।
কিন্তু কোথাও খুঁজে পাইনি তোমাকে।
কোথাও খুঁজে পাইনি তোমাকে আমি, সত্য।
এ শহর ছেয়ে গেছে মিথ্যায়।
ছেয়ে গেছে মিথ্যার ক্ষমতা, সৌন্দর্য,
প্রকাশ ও প্রচারণায়।
এ শহরে নামমাত্র মূল্যে
প্রকাশ্যে বিকি-কিনি হয়, সত্য মিথ্যার।
আর সত্যের সঙ্গে পরিমিত-মিথ্যা মেশানো হয়,
একদম বিনামূল্যে।
এই শহরে কেউ
সত্য শুনতে চায় না,
সত্য জানতে চায় না।
কেউ সত্য বলতে চাইলে,
তার মুখ চেপে ধরে হয়।
এ শহর মিথ্যায় মুখরিত।
তবুও এই শহরের কাছে প্রশ্ন --
এই শহরের মানুষগুলো কার?
ফারজানা আলম পিয়া
৭ম ব্যাচ
No comments