লক- ডাউন
![]() |
Lock Down |
লজ্জায় মরি, ক্ষুধায় মরি,
মরি সচেতনার অভাবে,
আমরা সচল, অচল হয়ে
পড়ে আছি সেই স্বভাবে!
মহামারী তো অর্থ মানে না,
মানে না, আলালের দুলালী
যখন ধুকবে ফুসফুস ফেড়ে,
জীবন করে ফেলবে দু-ফালি!
চাঁদ সুন্দর, আকাশ সুন্দর,
সুন্দর হাতের রান্না -
ভাইরাসে পেলে সবকিছু ঝড়বে;
হয়ে চোখের কান্না!
ওমুকের সাথে নাশতা করব,
তমুকের সাথে ডিনার, পশ্চাৎপদ টা
সামলিয়ে রাখেন, দেখেছেন তো
কুতুব মিনার!
পুডিং, পাস্তা অনেকতো হল,
এবার একটু থামেন,মাথা নেড়া
করার টাকাটা বাচিয়েও, অনেককে
খাওয়ানো যেত জানেন?
জানবেন কিভাবে? ক্ষুধার কষ্ট সেটা এখনো
বোঝেন নি, তারা সব থেকে বুঝে, যারা
পেট ভড়ায়-করে সারাবেলা খাটুনি!
আপনারা,আমরা ইন্টারনেটে যতটাকার বাল ছিড়ি,
তা দিয়েও কিন্তু 'বিদ্যানন্দের' থেকে বড় হয়ে
যেত ঝুড়ি; ত্রাণের - সাহায্যের। আমিও কিন্তু
আপনাদের কাতারেই, শুধু দু-কলম লিখছি,
লক-ডাউনে আমিও তিনবেলা নীতি-নির্ধারকই
চুল ছিড়ছি!
গোলজার রহমান
৫ম ব্যাচ
No comments