যদি কখনো মনে হয়
যদি কখনো মনে হয়,
উত্তাল সমুদ্রের তীরে দুজনে মিলে পা ভেজাবো!
যদি মনে হয়,
দূর পাহাড়ে গিয়ে দুজনে একসাথে সূর্য উদয় দেখবো।হাতে হাত রেখে পাহাড়ি ঝরনা দেখবো!
যদি কখনো মনে হয়,
একসাথে মাঝ নদীতে ভরা পূর্ণিমা দেখবে!
দূর পাহাড়ে গিয়ে দুজনে একসাথে সূর্য উদয় দেখবো।হাতে হাত রেখে পাহাড়ি ঝরনা দেখবো!
যদি কখনো মনে হয়,
একসাথে মাঝ নদীতে ভরা পূর্ণিমা দেখবে!
যদি মনে হয়,
দুজন হাত ধরে অঝোর বৃষ্টিতে ভিজবো!
যদি কখনো মনে হয়,
প্রচন্ড বজ্রপাতে ভয়ে, আমার বুকে মুখ লুকিয়ে আশ্রয় নিবে!
যদি মনে হয়,
গভীর রাতে ভরা জোৎস্নার সাথে দুজনে ভালোবাসার গল্প বুনবো!
যদি কখনো মনে হয়,
যান্ত্রিক কোলাহল থেকে অনেক দূরে সবুজের কাছাকাছি গিয়ে প্রকৃতিকে ছুঁয়ে দেখবে!
যদি মনে হয়,
শীতের সকালে দুজন শিশির ভেজা ঘাসে পা ভিজিয়ে হাঁটবো!
যদি কখনো মনে হয়,
হাড় কাঁপানো শীতে জড়সড় হয়ে, আমার বুকে উষ্ণতা নেবে!
তাহলে চলে এসো,
আমাদের জীবন পথের সমান্তরালের ঠিক অপর পাশে!
খুঁজে পাবে আমায়, প্রথম দেখার সেই মিলন ক্ষণে।
যেখানে আমি চেয়ে আছি অপলকে তোমার প্রতিক্ষায়!
মাসুম খান
৬ষ্ঠ ব্যাচ
oaw oshadharon!
ReplyDelete