কীর্তনখোলায় অদ্রি
কিন্তু সে তার কষ্টগুলো প্রকাশ করবে না।
মাঝে মাঝে, পাড়ে ঢেউ শুনতে পাওনা?
তাকে প্রশ্ন করলাম, কেন এমন করো?
কীর্তনখোলা বলে,
"আমাকে যে আঘাত করে যে অনেকে,
তাদের প্রতি তো প্রতিত্তোর দিতে পারি না।
তাই তীরে আছড়ে পড়ে, নিজেকে আঘাত করি।"
অদ্রি, দেখেছো, কত মিল ওর সাথে আমার।
তুমি ভেবেছো কি, আমার কথা?
যদি পারতাম, তোমায় নিয়ে
এই কীর্তনখোলার বুকে ভেসে বেড়াতাম।
আর আমার কষ্টগুলো বোঝানোর চেষ্টা করতাম।
তুমি কি বুঝতে পারতে, আমাকে?
তখনো কি এমন ভাবে বলতে পারতে,
"হিমাংশু, হাতটা ছাড়ো।
আমার হাতের চুড়িগুলো তোমার দেওয়া।
কিন্তু হাতটা তোমার না, হিমাংশু। "
"অদ্রি কি বললে তুমি? আবার বলো।
এভাবে নিষ্ঠুর ভাবে বললে?
আর কত বলবে তুমি?
আমার জন্য কি তোমার মনে একটুও ভালোবাসা নেই? "
প্রসেনজীৎ পাল
৭ম ব্যাচ
No comments