পুতুল
হলাম বিশ্ব বর্বরতা।
কারণটা না হয় থাক গোপনীয়তা,
সবই তোমার অবদান ওগো অপরিচিতা।
হঠাৎ বিশ্ব দিল আমাকে ভীষণ বর্ষণ,
সাথে তুমিও দিলে আরও ঘর্ষণ।
ফলে জ্বলে উঠলো দিয়েশলার মত আগুন,
তাই তুমি ছাড়াই চলে গেছে এই ফাগুন।
ছিলে বিশ্ব মানবী আমার চোখে,
হঠাৎ এর বিপরীত শুনতে হয়েছে তোমারই মুখে।
ভেবেছিলাম নিজ হাতে গড়ে তোলা একটা পুতুল,
যেমনটা ইচ্ছে খেলব ছোটদের মতো টুটুল টুটুল।
পুতুল হইলো না তোমাকে নিয়ে খেলা,
তাইতো চলে যাচ্ছে নীরবে এই বৈশাখী মেলা।
তোফায়েল আলম
নবম ব্যাচ
No comments