ছন্দময় কিছু কথা
ভালবাসো আমায়?
নাহ
কেন?
জেনে ফেলবে বলে।
ভাল লাগে আমায়?
একটুও না
কেন?
বললে শুনে আরও বেশি সাজবে বলে।
বেশি সাজলে ভাল লাগবে না আমায়?
না
কেন?
অন্যরা চুরি করে নিবে বলে।
মনে পড়ে আমায়?
একদম না
কেন?
শুনলে তুমিও মনে করবে বলে।
স্বপ্ন দেখো আমায়?
কখনোই না
কেন?
তোমার কথা ভেবে জেগে থাকি বলে।
অনুসরণ করো আমায়?
না গো
কেন?
দিন-রাত চোখে ভাসবে বলে।
আমায় ভেবে কষ্ট পাও?
না রে
কেন?
শুনে তুমিও কষ্ট পাবে বলে।
চাঁদে ঘুরতে নিয়ে যাবে আমায়?
জীবনেও না
কেন?
নীল শাড়ি পড়ো না বলে।
নীল শাড়ি কিনে দিবে আমায়?
এইটা তো অবশ্যই হ্যাঁ
কেন?
নীল_শাড়ি ভাল লাগে বলে।
না
কেন?
অন্যরা চুরি করে নিবে বলে।
মনে পড়ে আমায়?
একদম না
কেন?
শুনলে তুমিও মনে করবে বলে।
স্বপ্ন দেখো আমায়?
কখনোই না
কেন?
তোমার কথা ভেবে জেগে থাকি বলে।
অনুসরণ করো আমায়?
না গো
কেন?
দিন-রাত চোখে ভাসবে বলে।
আমায় ভেবে কষ্ট পাও?
না রে
কেন?
শুনে তুমিও কষ্ট পাবে বলে।
চাঁদে ঘুরতে নিয়ে যাবে আমায়?
জীবনেও না
কেন?
নীল শাড়ি পড়ো না বলে।
নীল শাড়ি কিনে দিবে আমায়?
এইটা তো অবশ্যই হ্যাঁ
কেন?
নীল_শাড়ি ভাল লাগে বলে।
তোফায়েল আলম
নবম ব্যাচ
No comments