SARSTEC নবম ব্যাচ
মোরা যে ভাই ভাই,
থাকবো আমরা মিলেমিশে
কোন ভেদাভেদ নাই।
নবম ব্যাচের ১২০ জন
মোরা জ্ঞান পিপাসী,
সফল হয়ে দেশের তরে
লড়বো দিবানিশি।
মোরা নির্ভীক!
মোরা ছিনিয়ে আনব জয়,
ঘুচিয়ে সব আধার
ভেঙ্গেচুরে সব ভয়।
নবম দুর্জয়,নবম সাহসী
নবম যোদ্ধা,নবম বীর,
নবম নোয়ায়না কভু
অন্যায়ের দ্বারে উচ্চ শীর।
নবম ব্যাচের মোরা ১২০ জনে মিলে,
আনব রাঙা প্রভাত
সকল বাধা ঠেলে।
একতাই বল, একতাই শক্তি,
বলে সর্বজনে,
থাকবো সবাই মিলেমিশে
রাখবো একথা মনে।
নবম ব্যাচের সবার মাঝে
থাকবে মধুর বন্ধন,
সবার প্রতি রইল আমার
উষ্ণ অভিনন্দন। 😍😍😍💝💝💝
থাকবো আমরা মিলেমিশে
কোন ভেদাভেদ নাই।
নবম ব্যাচের ১২০ জন
মোরা জ্ঞান পিপাসী,
সফল হয়ে দেশের তরে
লড়বো দিবানিশি।
মোরা নির্ভীক!
মোরা ছিনিয়ে আনব জয়,
ঘুচিয়ে সব আধার
ভেঙ্গেচুরে সব ভয়।
নবম দুর্জয়,নবম সাহসী
নবম যোদ্ধা,নবম বীর,
নবম নোয়ায়না কভু
অন্যায়ের দ্বারে উচ্চ শীর।
নবম ব্যাচের মোরা ১২০ জনে মিলে,
আনব রাঙা প্রভাত
সকল বাধা ঠেলে।
একতাই বল, একতাই শক্তি,
বলে সর্বজনে,
থাকবো সবাই মিলেমিশে
রাখবো একথা মনে।
নবম ব্যাচের সবার মাঝে
থাকবে মধুর বন্ধন,
সবার প্রতি রইল আমার
উষ্ণ অভিনন্দন। 😍😍😍💝💝💝
নবম ব্যাচ
No comments