প্রজাপতি ভালোবাসা
![]() |
প্রজাপতি ভালোবাসা |
দূর্বাঘাসের ডগার শিশিরগুলো পায়ে মাড়ালাম,
যেদিন তোমার নাকফুলের মত সাদা ছোট ফুলগুলো
তোমার কানে গুজে দেওয়ার সময় তুমি মুচকি হাসি দিয়েছিলে, তার রেশ,স্পর্শ ও শিহরণে আমার শিরদাঁড়া আজকেও শীতল হয়ে ওঠে!
পার্কের দেয়ালের পাশে দোলনাটায় তুমি পা ঝুলিয়ে, বসে উচ্ছল ভাব দেখিয়েছিলে নির্মল মেঘের মত সেই ভাবের এবং তোমার মাতাল হওয়ার সাংকেতিক মাথা দুলানোটাও অনেক ভাবায় আমাকে!
রিলিফ নেওয়ার জন্য লম্বা লাইনের মত, তোমার পিছনে এখন ভ্রমরের লাইন লেগে আছে,প্রতিনিয়ত গুণগুণরত।
আর আমি প্রজাপতি হয়ে চোখ ধাঁধানো হলুদ সূর্যমুখী র উপর বসে রঙ্গীন আর উদ্ভট সব দিবাস্বপ্ন দেখি!
আসো আর একদিন একসাথে দূর্বাঘাসের শিশির মাড়িয়ে পবিত্র হই, সতেজতা পাই।
তুমি তোমার সাদা গোলাপটিকে সুরক্ষিত করে রাখো,
কেবল প্রজাপতির জন্য।
কারণ, ভ্রমর তো শুধু খাদ্য নিবে কিন্তু জানো?
প্রজাপতি ভালোবাসা দিবে।
রিলিফ নেওয়ার জন্য লম্বা লাইনের মত, তোমার পিছনে এখন ভ্রমরের লাইন লেগে আছে,প্রতিনিয়ত গুণগুণরত।
আর আমি প্রজাপতি হয়ে চোখ ধাঁধানো হলুদ সূর্যমুখী র উপর বসে রঙ্গীন আর উদ্ভট সব দিবাস্বপ্ন দেখি!
আসো আর একদিন একসাথে দূর্বাঘাসের শিশির মাড়িয়ে পবিত্র হই, সতেজতা পাই।
তুমি তোমার সাদা গোলাপটিকে সুরক্ষিত করে রাখো,
কেবল প্রজাপতির জন্য।
কারণ, ভ্রমর তো শুধু খাদ্য নিবে কিন্তু জানো?
প্রজাপতি ভালোবাসা দিবে।
গোলজার রহমান
৫ম ব্যাচ
No comments