মৃত্যু
![]() |
"মৃত্যু" |
দিন ফুরিয়ে এলে হলুদ হয়,
তারপর অনেকটা তামাটে হয়ে
ঝড়ে পড়ে, অসংখ্য আত্মার সংযোগ
ছিন্ন করে! মাথার চুল যেমন চরিত্রহীনতার
পরিচয় দিয়ে পেকে সাদা হয়ে যায়! ঠিক
তেমনি, শত ভালোলাগা, ভালোবাসা এবং ভালোথাকার বৈশিষ্ট্যবোধক বিষয়গুলো
চর্চার অভাবে, সলতে শেষ হওয়া প্রদীপের
মত নিভু নিভু করে, ভয়ে জ্বলে!
ক্ষীণ আলোকদায়িনী প্রদীপের মত
সবকিছু কেমন মিইয়ে যায়! দৈনন্দিন জীবনের
যান্ত্রিকতার আক্রোশে পড়ে!
শক্তিশালী ধাতু লোহায় মরিচা ধরার মত, মস্তিষ্কে
মরিচা ধরে, স্মৃতিগুচ্ছ আবছা থেকে অদৃশ্য হতে থাকে।
জীবন থেমে গেলে মনে হয়, সবকিছুই থমকে দাঁড়াবে এবড়ো থেবড়ো হয়ে!
তাই মায়াহীন মুখে অস্পৃশ্যতায় হাতড়ে বেরাই হারানো মুহূর্তকাল,
এসবের অকালমৃত্যু অনেক জ্বালাদায়ক এবং আত্মঘাতী!
গোলজার রহমান
৫ম ব্যাচ
No comments