মুক্ত-বাংলা
যে বর্বর হানা হানি হল তার ক্ষত আজও
টকটকে লাল এবং চোখে তাক লাগার মত তার ঘা !
যেদিন খোলা আকাশে, শব্দ দূষণ করার জন্য নয়!
কেবল অনাতীত ভবিষ্যত কান্ডারীদের দমিয়ে রাখার জন্য
যে গোলাবর্ষন হয়েছিল তার, অস্তিত্ব আজও শিউরে দেয় শরীরের
প্রতিটি সংবেদনশীল উদ্দীপনা। আর তার আঘাতে নুয়ে পড়া
কংক্রিটের ব্যথা আজও সীমাহীন ।
কত বীর, কান্ডারী , সৈনিক জন্ম দেওয়া বাংলা মা আজ তাই
ঘোমটা দিয়ে , নিজের উঠোনে বসে , গাছের ছায়ায় সুপুরি
মুখে পুলকিত হাসি দিতে পারে, এই সব ব্যথা,ঘা উপেক্ষা করে !
বাংলা মা তার অনাবিল বাধাহীন জীবনের উচ্ছ্বাস আকাশ,
নদী, সমুদ্র, বন-বনানীতে ছড়িয়ে দিয়ে বলতে পারে, দেখো আমার
ঐরশজাতরা আমাকে মুক্ত করেছে ,
গন্ডমূর্খ অমানুষের পাল থেকে ।
সেই সাথে বুক ফুলিয়ে, ঠোট কাপিয়ে বলে,
আজ আমি মুক্ত বাংলা, আম আমি শিকলহীন উল্লসিত তৃপ্ত মা !
***
লিখেছেনঃ গোলজার রহমান, ৫ম ব্যাচ
No comments