বাঙালির এক স্বপ্ন
স্বাধীনতা,তখন ছিল এক স্বপ্নের নাম
ছিল এক না ছোঁয়া অনুভূতি আর ভালোবাসা
এই স্বপ্ন ছিল সবার,সব বাঙালির
প্রতিদিন এই স্বপ্ন শেষে জেগে উঠত
আর এই স্বপ্ন নিয়েই যেত ঘুমাতে..
তারপর,তারপর সেদিন গর্জে উঠল
কিছু হায়েনার মেশিনগান...
হাজারও বাঙ্গালি সেদিন ঘুম থেকে আর জেগে উঠল না...
সেদিন সকালের পথে আর ছিল না কৃষ্ণচূড়া
তবু, পথ ছিল লালে রাঙানো
সাজানো ছিল প্রাণহীন মানুষের মিছিলে...
সেদিন আরও ছিল না কোন প্রানের আনন্দ,
তবে ছিল কাক,শকুন আর কুকুরের মাঝে
লাশ ভোজের আনন্দ...
আনন্দ ছিল কিছু মানুষরূপী পশুর মাঝেও...
তবে জেগে উঠল সংগ্রামী বাঙ্গালী
সুনল এক অমর বাণী
এক মহান নেতার বজ্রকন্ঠ বাণী
আর জ্বলে উঠল দেশপ্রেমের স্ফুলিঙ্গ
প্রতিটি বাঙালির মাঝে...
দাউ দাউ করে জ্বলে উঠল মুক্তির নেশা,
আর শুরু হল স্বপ্নকে বাস্তব করার যুদ্ধ
মহান মুক্তিযুদ্ধ ।।
***
No comments