স্বাধীনতা
রক্তের সাথে মিশে আছে,
'স্বাধীনতা' শব্দযুগল আমার
অস্বিস্তের সাথে মিশে আছে।
রক্ত আর অস্তিত্ব যখন এক হয়ে গিয়েছিল 'স্বাধীনতা' শব্দটিতে।
যার স্বাধীনতা নেই,
তার অস্তিত্ব নেই।
যার স্বাধীনতা নেই,
তার বাচার অধিকার নেই।
যার স্বাধীনতা নেই,
তার প্রাণখুলে হাসার অধিকার নেই।
যার স্বাধীনতা নেই,
তার মনে কোনো অভিব্যক্তি নেই।
সে যেন নির্জীব,নিঃস্তব্দ,
এক অস্তিস্বহীন মূর্তি সদৃ্্যশ।
'স্বাধীনতা'
শব্দযুগল আমার
শব্দযুগল আমার
রক্তের সাথে মিশে আছে,
অস্তিত্বের জন্য স্বাধীনতা,
স্বাধীনতার জন্য রক্ত।
'৫২ সালে রক্ত দিলাম
মায়ের ভাষার অধিকার পেলাম।
'৫৪ সালে রক্ত দিলাম
নির্বাচনের অধিকার পেলাম।
'৬২ সালে রক্ত দিলাম
সবার শিক্ষার অধিকার পেলাম।
'৬৬ সালে রক্ত দিলাম
স্বাধীনতার বীজ উপ্ত করলাম।
'৬৯ সালে রক্ত দিলাম
স্বৈরাচারীর পতন ঘটালাম।
'৭০ সালে রক্ত দিলাম
ভোট দিবার অধিকার পেলাম।
অতঃপর ২৫ শে মার্চ রাতে আমাদের উপর
ঝাপিয়ে পড়ল কয়েকটি মানুষরূপী দানব,
ঘটাল ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম গণহত্যা।
এত ত্যাগ,এতো তিতিক্ষার মাঝে
একটাই স্বপ্ন দেখেছি,
স্বাধীনতা, স্বাধীনতা,
এবং স্বাধীনতা।
অবশেষে এক সাগর রক্ত
বিক্রি করলাম,
লাখো মা-বোনের
ইজ্জত হারালাম,
আর আমাদের প্রিয় 'স্বাধীনতা'
অর্জন করলাম।
অস্তিত্বের সাথে মিশে
আছে সে স্বাধীনতা,
রক্তের বিনিময়ে
অর্জিত স্বাধীনতা।
****
লিখেছেন : সৈয়দ তিবাক, ৭ম ব্যাচ
আর্ট করেছেন ঃ মোঃ আমিনুল ইসলাম রায়হান , ৯ম ব্যাচ
আর্ট করেছেন ঃ মোঃ আমিনুল ইসলাম রায়হান , ৯ম ব্যাচ
No comments