আনন্দ - সত্যজিৎ চৌধুরী
আহা ! কী আনন্দ এই দুনিয়ায় !!
এ আনন্দের
কোনো সীমানা নাই...
এ আনন্দ
সুখ-দুঃখে, সত্য-মিথ্যায়,
মানে-অপমানে,
হাসি কান্নায়,
চাওয়া – না
চাওয়ায়
পাওয়া – না
পাওয়ায়;
জীবন বয়ে যায়
তরঙ্গের ন্যায়,
অবিরত
উঠানামায়।
আলোতে-অন্ধকারে,
আমাতে-তোমাতে,
গ্রহ
নক্ষত্রে, অনুতে-পরমানুতে;
বিশ্ব-ব্রহ্মাণ্ড
ব্যাপীত এ আনন্দ
সদাই
সমুজ্জ্বল ।
বৃত্ত আবত এ
জীবনের কেন্দ্রে
আমি তুমির
ভেদ নাই;
ভালো খারাপের
পারে
পরম সত্যের
জয় হয়।
এ আনন্দ জ্ঞানতরী আরোহনে-
সকল অজানারে
জানায়;
এভাবেই জয়বন
আমাদের বয়ে যায়,
সৃষ্টির এই মহা আনন্দ ধারায়...
লিখেছেনঃ সত্যজিৎ চৌধুরী, ৫ম ব্যাচ
No comments