জাতির পিতা - প্রসেনজীৎ পাল(পিকে)
জাতির পিতা তুমি কি শুনতে পাও
১৬ কোটি বাঙালির হৃদয়ে আছো তুমি।
তোমাকে পিতা দেখি নাই এই যুব সমাজ
দেখা নাই তোমার সেই ঐতিহাসিক ভাষণ
তবুও তোমার ঔ বলিষ্ঠ কণ্ঠে,,
যখন জাতির উদ্দেশ্যে বলা কথা গুলি শুনি
দেহ কম্পিত হতে থাকে,রক্ত গরম হয়ে যায় উত্তাপে।
তোমার কথাগুলো এখনও প্রেরণার উৎস
হয়ে থাকে কোটি বাঙালির হৃদয়ে।
বিপদের সামনে ছিলে তুমি একাই হাতিয়ার,
কোটি বাঙালির রক্ষা খবচ হয়ে।
সমস্ত কিছু উৎসর্গ করে রক্ষা করেছ এই দেশকে
নিজের জীবনের চিন্তা কখনও করো নাই
তুমি হে পিতা,
পিতার মতো বুকে আগলে রেখেছিলে এই বাংলাকে
কলঙ্কিত হতে দাও নাই এই পবিত্র মাটিকে।
জাতির পিতা তুমি কি শুনতে পাও
১৬ কোটি বাঙালির হৃদয়ে আছো তুমি।
তুমি কেন ঘুমিয়ে আছো সে জাতির পিতা
একবার চোখ খুলে দেখ,
তোমার সন্তানারে আজও তোমার ফিরে পেতে চাই,
আবারও তোমার কণ্ঠে গর্জন শুনতে চাই।
তোমাকে দেখার কখনও সুযোগ হবে না এই ছোট্ট শিশুর,
অথচ তারই মুখে তোমার ভাষণ শুনতে পাই
হে জাতির পিতা তুমি কি দেখতে পাও
তোমাকে বাঙালি কতটা বুকে ধারণ করে আছে,
তুমি কি অনুভব করতে পারো আমাদের এই ভালবাসা,
জাতির পিতা তুমি কি শুনতে পাও
তোমাকে বড্ড বেশী ভালবাসে এই বাঙালি ।
লিখেছেন ঃ প্রসেনজীৎপাল(পিকে) - ৭ম ব্যাচ
No comments