ত্যাগ-মো: সাকিব আল হাসান
কখন ও শুনেছো তুমি,
পাখিরা কথা কয়?
কখনও কি শুনেছ,
নদীরা কথা কয়?
আমিও শুনিনি,
তবে বুঝেছি ভাষা।
বুঝেছিলাম আমি সেই পাখিটাকে যে করেছিলো একা কান্না!
দেখেরছিলাম আমি নদীটার স্রোত,
যে ভাঙছিল নিজের পথ।
আর বার বার দেখেছি হানাদার দশ্যু গুলো চেয়েছে তাকে বন্ধী করতে,
ছেয়েছিল তারা নদীটার পথ টা সোজা রাখতে!
কেউ কি পেরেছিল?
পারে নি, পারে নি, পারে নি,
শুধু,
পাখিটা আজ মরে গেছে,
নদীটাও গেছে শুকিয়ে!
কিন্তু মানুষগুলো রয়ে গেছে তার স্থলে।
শুধু বুঝলো না তারা,
বুঝলাম না আমরা,
ভালোবাসা হয় না যে ধরে রেখে,
হয় শুধু ত্যাগের মধ্যে।।
লিখেছেনঃ মো: সাকিব আল হাসান, ৭ম ব্যাচ
No comments