ভালবাসার সাত রঙ-মাহবুবা আক্তার প্রিয়াংকা
ভালবাসা, এটা কোন আবেগ তাড়িত শব্দ নয়,
এতে আছে রং বেরং এর কল্প |
কারও কাছে এটা পাঁচ মিশালী
পাঁচ ফোরং এর মত,
কারও কাছে আবার টক-মিষ্টি,
কারও কাছে বেজায় ঝাল,
কারও কাছে পানসে, তিতকুটে-
যে যাই ভাবুক বা দেখুক না কেন,
এর আছে নিজস্ব রং,ধং !!
ঠীক যেমন রংধনু !
সাতটি রং এর মাতোয়ারায়
মনমোহন করাই এর উদ্দেশ্য,
প্রজাপতির ডানায় যেমন হরেক
রং খেলা করে -
তেমনি ভালবাসা কখনও
স্নিগ্ধ,কখনও মুগ্ধ,
কখনও খলখলানো শিশুর হাসি,
কখনও বা নীল বিষাদ ,
ভালবাসা মানে,
সদ্য কিশোরীর মনে দোলা দেয়া
একটি গোলাপ,
ভালবাসা মানে, নির্ঘুম রাতে লিখে যাওয়া সব চিঠি,
ভালবাসা মানে , রং এর ভেলায় ভাসানো অনুভূতি,
হাতে হাত রেখে সুদূর হেটে চলা |
লিখেছেনঃ মাহবুবা আক্তার প্রিয়াংকা, ৫ম ব্যাচ
mahabuba tore haha deya chara amar kisu korar nai re,, tui emon vabis !!!!!!!!!!!!!!!!
ReplyDelete