অপিরিচিতা-গোলজার রহমান
'তুমি লজ্জাহীন চোখে আঁড়ি পাত
ঠোঁটের কোণের হাসির খোঁজে?'
এই প্রশ্নটা দিয়েই তার সাথে চেনা জানা, তারপর পরিচয়
আর পরিচয় ! এনখও তার পরিচয়টা পুরোপুরি পেলাম
না ! রহস্য,সুপ্ত কিংবা নিস্তেজ সে নয় তা আমি জানি,
কিন্তু কি সে ? এমন করে লজ্জাবতীর মত,এত সহজে
নিজেকে গুটিয়ে নেওয়ার বৈশিষ্ট্য সে কোথায় পেল!
জানতে ইচ্ছে করে।
আমি প্রায়শই বলতাম, " তুমি এমন কেন ?"
উত্তরে সে তার মাথা দুলানো হাসিতে
সম্মোহন করত কিনা ভাবছি !
কারন তার সেই হাসির পর আমি হারিয়ে যেতাম,
হিতাহিত জ্ঞান শূন্য হতাম, কিন্তু আশ্চর্য হচ্ছে, এখন
ইচ্ছে হলেও হিতাহিত জ্ঞান শূন্য হতে পারি না, সেই
হাসির অভাবে।
যেহেতু তার সেই পরিচয় শেষ হল না, কাল-সময়
পেরিয়ে আবসাদ-বিষাদ পূর্ণ জীবন টলতে টলতে ,
আজ অস্তমিত প্রায় হলেও সে,
অপিরিচিতাই থেকে গেল!
গোলজার রহমান, ৫ম ব্যাচ
No comments