২১ এ ফেব্রুয়ারি-প্রসেঞ্জিত(পিকে পাল)
ভাষা আন্দোলনের ৬৭ বছরপর,
আজ তোমাদের নিয়ে লিখি।
আমি লজ্জিত ভাষা শহীদদের প্রতিটি প্রাণের কাছে
একুশ এলেই আমি তোমাদের কাছে ফিরে যাই,
বেদীতে পুষ্প অর্পণ করে জাতির সামনে মিথ্যাে ভালোবাসা দেখাই।
আমাদের জন্য তোমরা এনে দিলে
রাষ্ট্রভাষা বাংলা।
কলমের কালি দিয়ে নয়,
বুকের তাজা লাল রক্ত দিয়ে।
লিখে রেখে গেলে তোমাদের নাম,
আমাদের হৃদয়পটে।
কিন্তু জাতি তোমাদের স্মরণ করে,
কেবল মাত্র এই একটি দিনই।
কি করে জাতি ভুলে যায়
তোমাদের এই আত্মবলিদান?
তরুণ ছেলের মাথা কোলে নিয়ে মায়ের আর্তনাদ? ভাইয়ের জন্য ভাই হারা বোনের ক্রন্দন?
এখন যখন কোন ছেলেহারা মায়ের আর্তনাদ শুনি,
কোন ভাইহারা বোনের আত্মচিৎকার শুনি,
দেশের কথা ভাবতে ইচ্ছা হয়।
প্রেয়সির মেহেদি রাঙ্গা হাত উপেক্ষা করে,
রাজপথে নামতে ইচ্ছে হয়।
অধিকারের জন্য গলা ছেড়ে,
স্লোগান দিতে ইচ্ছা হয়
"আমাদের দাবি মানতে হবে।
অামাদের দাবি মানতে হবে
রাষ্ট্রভাষা বাংলা চাই
রাষ্ট্রভাষা বাংলা চাই"
লিখেছেনঃ প্রসেঞ্জিত (পিকে পাল)
No comments