উপলব্ধি -তানজিনা হক
তুমি এসেছিলে এ ভুবনে
কোন এক শুভ ক্ষণে ।
কেঁদে জানিয়ে দিয়েছিলে তোমার আগমনের
যেটি ছিল তোমার আশেপাশের মানুষের আনন্দের কারণ ।
কিন্তু সেই শুভ ক্ষণ কি ছিল সবার জন্য শুভ?
হয়তো সে ক্ষণে
কেউ তার শেষ নিঃশ্বাস নিয়েছে ,
হয়তো সে ক্ষণে
কেউ তার শেষ সম্বল হারিয়েছে ,
সেই ক্ষণ হয়েছে কারো চোখের পানি পড়ার কারণ।
তুমি এসেছিলে এ ভুবনে নিষ্পাপ হয়,
আছো কি এখনো নিষ্পাপ?
জানো কি তোমার জীবনের সাথে জড়িত আছে
কতো জনের হাসি-কান্না?
হয়তো কোন ক্ষণে,
তুমি তোমার শেষ নিঃশ্বাসের অপেক্ষায় থাকবে ,
কেউ থাকবে তার কাফনের কাপড় বিক্রির অপেক্ষায়
তার পরিবারের মুখে হাসি ফোঁটাবার।
সবাইকে কোন না কোন ক্ষণের সম্মুখীন হতে হয়,
কারো হয় শুভ ক্ষণে, কারো অশুভ
ইহাই যে জীবনের নিয়ম যেটা সবাইকে মেনে নিতে হয়।
***
লিখেছেন ঃ তানজিনা হক , ৮ম ব্যাচ
No comments