বৃষ্টিরাজ্য - কিশোর পাশা (ছদ্মনাম)
অঝোর ধারায় সেই সুমধুর তাল,
আমায় যেন ডাকে সুধার মত।
অঝোর ধারার সেই মিষ্টি সুর,
আমার কানে লাগে ঝিঝির মত।
বৃষ্টি পড়ে ঐ বাঁশবাগানে,
ইচ্ছে করে আমি যেন ছুটে যাই সেইখানে,
সেইখানে আমার শরীর ভিজবে,
এক অপরূপ বর্ষনে।
বৃষ্টির সেই উচ্ছল ডাকে,
প্রকৃতি নেচে উঠে আপন মহিমায়।
টিনের চালের সেই ঝমঝম শব্দ,
মনকে করে তোলে বিষাদময়।
বৃষ্টির সেই অবিরাম বর্ষনে,
মন ছুটে যায় তেপান্তরে।
আজ আমি সেই বৃষ্টির গান গাইতে চাই,
যে বৃষ্টি ধুয়ে দিবে আমার মনের গ্লানি।
আমি সেই বৃষ্টির গান গাইতে চাই,
যে বৃষ্টি সৃষ্টি করবে প্রেরণার বাণী।
আমি সেই বৃষ্টির গান শুনতে চাই,
যে বৃষ্টি কখনো ভুলবে না আমায়..।
লিখেছেনঃ কিশোর পাশা (ছদ্মনাম) ,৮ম ব্যাচ
No comments