মাগো এবার ঘরে ফিরে যাই ?-সুহান হাসান দ্বীপ
এখানে আমি বড্ড একাকী চুপসে যাওয়া
নির্ঘুম শুকনো বিষন্ন হাওয়া ।
লাল নীল কথার মাঝে
আমার দেহ নেই,
শুধু আগুন দেই ঝাঁপ
কিছু প্রাগৈতিহাসিক পাপ।
আমার মন থাকে না মাগো
এবার তবে ঘরে ফিরে যাই ?
ও বাড়িতে রান্না বাটি
ইতরপনায় সরষে খাঁটি,
কত কথা মানিব্যাগের চাপে
চ্যাপ্টা হয়ে যায়
ঘুম ধরে না মাগো ।
এবার তবে ঘরে ফিরে যাই ?
শহর জোড়া জ্যামের দিবস,
বাসের ভিতর আরেকটা বাস
জানালা খুলে পেট্রোল ধোঁয়া
যখন চুষে খাই।
তোমায় ভীষণ পড়ে মনে মাগো
এবার তবে ঘরে ফিরে যাই ?
সবার সামনে নোনা জল,
ফেলতে শিখিনি আমি।
আমি জানি ঐ দোতলার হাওয়া
সবার থেকে দামী।
আমি এখন বড্ড
বুড়ো হয়ে যাচ্ছি মাগো।
হার মেনে কী এখন তবে
ঘরে ফিরে যাবো ?
লিখেছেনঃ সুহান হাসান দ্বীপ, ৮ম ব্যচ
No comments