একুশ-সুব্রত অধিকারী
একুশ আসবে একুশ যাবে
শ্রদ্ধা ঢালা শহীদ মিনারে।
রক্তে একুশ ভেসে যাবে,
ভাষা দরদ কবে পাবে?
ফেব্রুয়ারীর একুশ তারিখ
উদযাপন একদিনই,মিনার পূর্ণ ফুলে
বাংলায় জন্ম,লালন-পালন
কর্তব্য অাছে ভুলবো কেমন করে?
বাংলার সন্তান সবাই সমান
নাই ভেদ প্রভেদ।
জমছে ধূলো,বাড়ছে আবর্জনা
অসুস্থ মুন্ডু ডাকছে বিরোধ
করছে বিবাদ একটানা।
এরাই বলে একুশের অহংকার
এরাই বোঝে শহীদের রক্তের মান!
একুশ এদের মানুষ দেখানো
প্রভাতফেরী নিরর্থক।শ্রদ্ধার নেই দাম।
লিখেছেনঃ সুব্রত অধিকারী, ৫ম ব্যাচ
No comments